বিনোদন প্রতিবেদক: মহাকালের পরিক্রমায় প্রকৃতির অমোঘ নিয়ম মেনে পুরনো বছর গিয়ে আসে নতুন বছর। সেই ধারাবাহিকতা মেনে বিদায়ের পথে আরও একটি বছর। বরাবরের মতো এ বছরটিতেও ঘটেছে নানা আলোচিত ঘটনা। দেশের বিনোদন জগতেও ছিল বিচিত্র সব খবরের সমাহার।
বিদায়ী বছরে আমরা হারিয়েছি দেশের খ্যাতিমান একাধিক তারকাকে। সংসার ভেঙেছে আলোচিত এক নায়িকার। কেউ আবার চর্চায় থেকেছেন একাধিক প্রেমের গুঞ্জনের কারণে। কেউ আবার খবরের শিরোনামে এসেছেন গোপনে বিয়ে করে। চলুন তবে জেনে আসি চর্চিত সেসব ঘটনা সম্পর্কে।
নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুকের মৃত্যু
দেড় বছরের বেশি সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মে মারা যান ‘মিয়া ভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের তখনকার সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তিনি বিরল নিউরোলজিক্যাল রোগ জিবিএস (Guillain Barre Syndrome)-এ আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে শোকে ছেয়ে গিয়েছিল দেশের গোটা বিনোদন জগৎ।
মৃত্যুর দিন সন্ধ্যার দিকে ফারুকের মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। পরদিন কয়েক দফায় জানাজা শেষে রাতের দিকে অভিনেতার মরদেহ নিয়ে যাওয়া হয় গাজীপুরের কালীগঞ্জে। সেখানে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণসোম টিওরী কেন্দ্রীয় জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
স্ত্রী হারানোর একদিন পর চলে যান নির্মাতা সোহানুর রহমান সোহান
দেশের খ্যাতিমান এই চলচ্চিত্র নির্মাতার স্ত্রী প্রিয়া রহমান মারা যান গত ১২ সেপ্টেম্বর। এর একদিন পর না ফেরার দেশে পাড়ি দেন তিনিও। জীবনসঙ্গী হারিয়ে শোকে কাতর ছিলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার এই পরিচালক। গত ১৩ সেপ্টেম্বর উত্তরায় নিজ বাসায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এদিন বিকালে উত্তরার বাসায় ঘুমিয়ে ছিলেন সোহানুর রহমান সোহান। অনেক ডাকাডাকি করেও তার সাড়া পাননি গৃহকর্মী। পরে অচেতন অবস্থায় সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয় তাকে। চিকিৎসকরা জানিয়ে দেন, ঘুমের মধ্যেই নির্মাতার মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর এই বিদায় নাড়িয়ে দিয়েছিল দেশের বিনোদন অঙ্গণ।
চিত্রনায়িকা পরীমনির দাম্পত্য কলহ, পরে ডিভোর্স
ঢালিউডের অন্যতম সুন্দরী এই নায়িকা গত কয়েক বছর ধরেই নানা কারণে থাকেন চর্চার কেন্দ্রে। যথারীতি এ বছরটা জুড়েও তাকে নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। বছরের শুরু থেকে চতুর্থ স্বামী অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার দাম্পত্য কলহ শুরু হয়। যা একপর্যায়ে ভয়ংকর নেয়। ভেঙে যায় সংসার।
গত মে মাসে রাজের সঙ্গে তিন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষি ও তানজিন তিশার একটি ভিডিও ফাঁস হয়। সেখানে তাদের মাতলামি করতে দেখা যায়। এছাড়া তাদের কথাবার্তাও ছিল আপত্তিকর। এর কয়েকদিন আগেই রাজ তার বাসা ছেড়ে বেরিয়ে যান বলে জানান পরীমনি। অবশেষে সেপ্টেম্বরে রাজকে তালাক দেন নায়িকা।
দুই নায়িকার বলিউড যাত্রা
বিদায়ী বছরে দেশের জনপ্রিয় দুজন নায়িকা কাজ করেছেন বলিউডের হিন্দি সিনেমায়। তারা হলেন আজমেরী হক বাঁধন ও জয়া আহসান। এর মধ্যে অক্টোবরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় বাঁধন অভিনীত ‘খুফিয়া’। যেটি পরিচালনা করেন বিশাল ভরদ্বাজ। স্পাই-থ্রিলার ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেন টাবু, আলী ফজল, ওয়ামিকা গাব্বি ও আশীষ বিদ্যার্থী।
‘খুফিয়া’-তে প্রশংসিত হয় আজমেরী হক বাঁধনের অভিনয়। এক সাক্ষাৎকারে বাঁধন জানিয়েছিলেন, সিনেমাটিতে তার চরিত্রের দৈর্ঘ্য বেশি নয়। বেশির ভাগ দৃশ্যই ছিল বলিউড নায়িকা টাবুর সঙ্গে। এই দুই অভিনেত্রীর সমকামিতার একটি ঘনিষ্ঠ দৃশ্য সে সময় সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল।
এরপর গত ৭ ডিসেম্বর ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি-ফাইভে মুক্তি পায় জয়া আহসান অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এই সিনেমায় জয়া ছাড়াও অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি, ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সানজানা সাংঘি ও মালয়ালাম অভিনেত্রী পার্বতী। যথারীতি প্রথম হিন্দি সিনেমায় প্রশংসিত হয়েছে জয়ার অভিনয়।
শাকিব খানের ‘প্রিয়তমা’ ঝড়
গত এক যুগেরও বেশি সময় ধরে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে একক রাজত্ব চিত্রনায়ক শাকিব খানের। ফলে বিদায়ী বছরে সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাটিও উপহার দিয়েছেন তিনি। নাম ‘প্রিয়তমা’। এটি পরিচালনা করেন হিমেল আশরাফ। প্রযোজনা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে আরশাদ আদনান।
‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন ওপার বাংলার নায়িকা ঈধিকা পাল। এটি তার প্রথম সিনেমা। নির্মাতা কর্তৃপক্ষে দাবি, আয়ের নিরীক্ষে দেশের সবচেয়ে বেশি আয়করা সিনেমা নব্বইয়ের দশকের ‘বেদের মেয়ে জোছনা’কেও নাকি টপকে গিয়েছিল ‘প্রিয়তমা’। এছাড়া সিনেমার গানগুলোও ছিল জনপ্রিয়তার শীর্ষে।
দেশে বলিউড সিনেমার আগমন
বিদায়ী বছরে দেশে মুক্তি পেয়েছে বলিউডের পাঁচটি হিন্দি সিনেমা। যার শুরুটা হয়েছিল গত ১২ মে শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’ মুক্তির মধ্য দিয়ে। এই সিনেমাটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল গত ২৫ জানুয়ারি। সে সময়ই বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি।
সে সময় দেশে হিন্দি সিনেমার আগমন ঠেকাতে আন্দোলন হয়। হয়েছিল নানা সমালোচনাও। তবে চলচ্চিত্রের বেশিরভাগ মানুষই দেশে হিন্দি সিনেমা মুক্তি দেওয়ার পক্ষেই ছিলেন। অবশেষে ‘পাঠান’ দেশে আসে গত ১২ মে। এরপর একে একে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘জওয়ান’, সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কা জান’, রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ এবং সবশেষ শাহরুখ খানের ‘ডানকি’।
চিত্রনায়িকা বুবলীর একাধিক প্রেমের গুঞ্জন
এই নায়িকার সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের সংসার ভেঙেছে, এ খবর ২০২২ সালে যেমন ছিল চর্চায়, ছিল বিদায়ী বছরজুড়েও। তারই মধ্যে নতুন চর্চা শুরু হয় বুবলীর একাধিক প্রেমের গুঞ্জনে। বছরের শুরুর দিকে শোনা যায়, পরিচালক রায়হান রাফীর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এই গুঞ্জন নিয়ে চর্চা চলেছে বেশ কিছুদিন।
এরপর সম্প্রতি বোমা ফাটান গান বাংলা টিভি চ্যানেলের মালিক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। কিছুদিন আগে মধ্যরাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি জানান, তাপসের সঙ্গে সম্পর্কে রয়েছেন বুবলী। অপু বিশ্বাসের প্রসঙ্গ টেনে সেখানে মুন্নী লেখেন, ‘বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ধ্বংস করেছে, সেভাবে আমার সংসারও ধ্বংস করতে চাচ্ছে।’
যদিও কিছুক্ষণ পরই পোস্টটি ডিলিট করে দেন মুন্নী। দাবি করেন, তার ফেসবুক আইডি হ্যাকড হয়েছিল। কিন্তু তাতে থামেনি তাপস-বুবলীর প্রেমচর্চা। বরং তা আরও জোরালো হয়। এরপর বুবলীকে নিয়ে মুন্নীর একটি কলরেকর্ডও ফাঁস হয়। যদিও তাপস-বুবলী দুজনই এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন।
রাজ-মিমের প্রেমের গুঞ্জন
চিত্রনায়িকা পরীমনির স্বামী হওয়ার কারণে বিদায়ী বছরজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন অভিনেতা শরীফুল রাজও। তাদের দাম্পত্য কলহ তো ছিলই, তার মধ্যে বাড়তি চর্চার কারণ হয়ে দাঁড়ায় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে রাজের প্রেমের গুঞ্জন। তাদের ঘনিষ্ঠতা একদমই পছন্দ হচ্ছিল না পরীমনির। তিনিই ফেসবুকে একটি পোস্ট দিয়ে রাজ-মিমের সম্পর্কের গুঞ্জন উসকে দেন।
ওই ঘটনার জেরে ঝগড়া করে পরীমনির বাসা ছেড়ে বেরিয়ে যান তার তৎকালীন স্বামী শরীফুল রাজ। আবার ফিরেও আসেন কয়েক দিন পর। অন্যদিকে, এই গুঞ্জনে ত্যক্ত-বিরক্ত হয়ে চিত্রনায়িকা মিম জানিয়ে দেন, তিনি আর শরীফুল রাজের সঙ্গে কোনো কাজ করবেন না। এও জানান, তিনি তার স্বামী সনি পোদ্দারকে নিয়ে সুখে আছেন।
শাকিব-অপুর একসঙ্গে আমেরিকা ভ্রমণ
প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একসঙ্গে আমেরিকা ভ্রমণও ছিল বিদায়ী বছরের অন্যতম একটি চর্চার বিষয়। যদিও শাকিব খানের দাবি, অপুর সঙ্গে ওই আমেরিকা ভ্রমণ ছিল তার বড় ছেলে আব্রাম খান জয়ের সৌজন্যে। জুলাইয়ের মাঝামাঝি সময়ের ওই ঘটনা দেখে অনেকে মনে করেছিলেন, শাকিব-অপুর হয়তো পুনর্মিলন হতে চলেছে।
ওই সময় এই দুই তারকাকে একসঙ্গে আমেরিকার বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াতে দেখা যায়। সঙ্গে ছিল ছেলে জয়। এছাড়া একটি অনুষ্ঠানেও শাকিব-অপুকে একফ্রেমে দেখা যায়। যদিও গুঞ্জন গুঞ্জনই রয়ে গেছে। পুনর্মিলনের কোনো খবর নেই শাকিব-অপুর। বরাবরের মতো তাদের চলার পথ এবং জগৎ ভিন্নই রয়েছে। এক ছাদের নিচে আর দেখা যায়নি তারকা জুটিকে।
গ্রেপ্তার ও মামলাসহ নানা কারণে আলোচনায় ছিলেন মাহিয়া মাহি
একাধিক কারণে বিদায়ী বছরে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ দিনগত রাত ১১টা ২০ মিনিটে প্রথমবার মাতৃত্বের স্বাদ গ্রহণ করেন তিনি। পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা। এর ১০ দিন আগেই একটি মামলায় গ্রেপ্তার হন মাহি। পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিল তার বিরুদ্ধে।
এর দুদিন আগে স্বামীর সঙ্গে ওমরাহ পালন করতে যাওয়া মাহি সৌদি আরবের মক্কা শহর থেকে ফেসবুক লাইভে রাকিবের গাড়ির শোরুম ভাঙচুর ও হামলার অভিযোগ করেন। লাইভে তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগ তোলেন। এরপর পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে মাহি ও তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ। দেশে ফেরার সঙ্গে সঙ্গে সেই মামলায় গ্রেপ্তার হন নায়িকা। কয়েকদিন পর অবশ্য জামিনও পেয়ে যান। কারণ তিনি অন্তঃসত্ত্বা ছিলেন।
বর্তমানে এই নায়িকা আলোচনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে। তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এছাড়া কিছুদিন আগে প্রযোজকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে একটি সিনেমার কাজ ছেড়ে দিয়েও আলোচনায় আসেন মাহি। ওই সিনেমার জন্য অগ্রিম নেওয়া পারিশ্রমিকও ফেরত দেন নায়িকা।
চিত্রনায়িকা আঁচল আঁখির গোপন বিয়ে
সারা বছর আড়ালে-আবডালে থাকলেও সম্প্রতি আলোচনার কেন্দ্রে চলে আসেন আরেক সুন্দরী নায়িকা আঁচল আঁখি। গায়ক সৈয়দ অমিকে তিনি বিয়ে করেছেন আড়াই বছর আগে। এতদিন চেপে রেখে সেই খবর প্রকাশ করেন সম্প্রতি। জানান, বিয়ের পরপরই তার শাশুড়ি মারা যান। তারা খুব ভেঙে পড়েন। তাই বিয়ের খবর জানানো হয়নি।
২০২০ সালের ডিসেম্বরে অমির একটি মিউজিক ভিডিওতে মডেল হয়ে কাজ করেন আঁচল আঁখি। সেই পরিচয় খুব শিগগির প্রেমে রূপ নেয়। মাত্র তিন মাসের মাথায় ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লাতে অমিদের বাড়িতে পারিবারিক আয়োজনে তাকে কবুল বলেন আঁখি। সেই খবর প্রকাশ করেন দুই বছর ৯ মাস পর।
গায়ক নোবেলকে নিয়ে বিতর্কের শেষ ছিল না
কলকাতার টিভি চ্যানেল জি-বাংলায় প্রচারিত ‘সারেগামাপা’ অনুষ্ঠান থেকে পরিচিতি পাওয়ার পর থেকেই আলোচনা-সমালোচনার কেন্দ্রে গায়ক মাইনুল আহসান নোবেল। যথারীতি বিদায়ী বছরেও তাকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। মাদক সেবন করে এখানে-ওখানে পড়ে থাকা, গান গাইতে স্টেজে উঠে মাতলামি, অগ্রিম টাকা নিয়েও অনুষ্ঠানে গান গাইতে না যাওয়া, সেই মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস- নোবেল মানেই যেন বিতর্ক।
মাদক নেওয়ার জন্য কয়েক মাস আগে নোবেলকে ছেড়ে চলে যান তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগও তোলেন তিনি। জানান, নোবেল মাদক ছাড়লে তবেই তিনি তার সংসারে ফিরবেন। কিন্তু নোবেল মাদক ছাড়েননি বরং আরও বাড়িয়েছেন। ফলে গত মে মাসে তাকে তালাক দেন সালসাবিল।
এরপর সম্প্রতি খুলনার এক নারী ফুড ব্লগারের সঙ্গে নোবেলের ঘনিষ্ঠ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ফাঁস হয়। গায়ক দাবি করেন, ফারজান আরশি নামে ওই নারী তার স্ত্রী। কিন্তু পরে জানা যায়, গোপালগঞ্জে ভিডিও কনটেন্টের কাজে গেলে আরশিকে জোর করে তুলে আনেন নোবেল। এরপর মাদক খাইয়ে ঘনিষ্ঠ ছবি তোলেন।
আগে থেকেই বিবাহিত আরশি দাবি করেন, নোবেল তার স্বামী নন। এমনকি তাদের মধ্যে কোনো সম্পর্কও নেই। নোবেল নাকি তাকে জোর করে তুলে এনে ঘনিষ্ঠ ছবিগুলো তোলেন। এরপর আরশি ফিরে যান খুলনায় তার মা-বাবার কাছে এবং মাদকাসক্ত নোবেলকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকার নিকটবর্তী একটি রিহ্যাব সেন্টারে।
বঙ্গবন্ধুর বায়োপিকের মুক্তি
বিদায়ী বছরটা আরও একটি কারণে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, এ বছরের ১৩ অক্টোবর দেশজুড়ে মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। পরে বিদেশের কয়েকটি দেশেও সিনেমাটি মুক্তি পায়।
৮৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিনেমাটি। সেটি পরিচালনা করেন ভারতের নির্মাতা শ্যাম বেনেগাল। সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। এছাড়া অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, প্রার্থনা পারদিন দীঘি, চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ একঝাঁক তারকা।
রেকর্ড সংখ্যক তারকার নির্বাচনে প্রার্থী হওয়া
সারা দেশে গত কয়েক দিন ধরে বইছে নির্বাচনি হাওয়া। চলবে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। সেদিন অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে নতুন-পুরনো মিলে রেকর্ড সংখ্যক তারকা বিভিন্ন আসন থেকে প্রার্থী হয়েছেন। কেউ কেউ হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকার প্রার্থী, কেউ আবার হয়েছেন স্বতন্ত্র।
আবার আওয়ামী লীগের বাইরে একাধিক ছোট দল থেকেও প্রার্থী হয়েছেন একাধিক তারকা। এর মধ্যে বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগম আওয়ামী লীগের পুরনো প্রার্থী। তারা একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকে। এবার ঢাকা-১০ আসন থেকে নতুন করে নৌকা পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
অন্যদিকে, চিত্রনায়িকা মাহিয়া মাহি নৌকার মনোনয়ন না পেয়ে হয়েছেন রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী। নব্বইয়ের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নতুন দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএমের প্রার্থী হয়েছেন পাবনা-২ আসন থেকে। গায়ক নকুল কুমার বিশ্বাস বরিশাল-২ আসন থেকে ‘কৃষক শ্রমিক জনতা লীগ’-এর প্রার্থী হয়েছেন।
এছাড়া ফেসবুক ও ইউটিউবের ভাইরাল কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম বগুড়া-৪ আসন থেকে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হয়েছেন ডাব প্রতীকে। ‘মীরাক্কেল’-এর জনপ্রিয় কমেডিয়ান আরমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কক্সবাজার-১ আসন থেকে।
অন্যদিকে, একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খানও এবার বাগেরহাট-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিশেষ আশ্বাসে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। বিনোদন জগতের এতসব ঘটনা পেরিয়ে নতুন একটি বছরের অপেক্ষায় সব শ্রেণি-পেশার মানুষ।