মিডল্যান্ড ব্যাংক পিএলসি ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মারকো পোলো ঢাকা হোটেল-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। মারকো পোলো ঢাকা হোটেল রাজধানীতে অবস্থিত একটি সুপরিচিত হোটেল, যেখানে ব্যবসায়িক ও অবসর ভ্রমণকারীদের জন্য বিভিন্ন ধরনের আবাসন ও সুযোগ-সুবিধা প্রদান করা হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-২ এ অবস্থিত মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র চিফ টেকনোলজি অফিসার (CTO) জনাব মো. নজমুল হুদা সরকার এবং মারকো পোলো ঢাকা হোটেল- এর অপারেশনস ম্যানেজার মো. আসরাফ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের আওতায় মিডল্যান্ড ব্যাংকের সকল ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা প্রকাশিত রুম রেটের ওপর ৫০% ছাড়, রেস্টুরেন্ট (পোলো অ্যাম্বার) ও ক্যাফে (মারকো স্ট্রিট)-এ ১৫% ছাড়, ব্যাংকুয়েট হল (স্যাফায়ার)-এ ৩০% ছাড় এবং পোলো স্পা সেবায় ১৫% ছাড় উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক পিএলসি’র হেড অব পিআরডি জনাব মোঃ রাশাদুল আনোয়ার এবং মারকো পোলো ঢাকা হোটেল-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং মিস মারুফা নূর মারিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



