ঝালকাঠি প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর–নলছিটি) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. নাসির উদ্দিন ইমরান।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ঝালকাঠি-২ আসনে নাসির উদ্দিন ইমরানকে দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
নাসির উদ্দিন ইমরান ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের বাসিন্দা। তিনি মরহুম হাফিজ উদ্দিনের ছেলে এবং বর্তমানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় নাসির উদ্দিন ইমরান বলেন, দল যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাকে মনোনয়ন দিয়েছে, তিনি তা সম্মান ও সততার সঙ্গে পালন করতে চান। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
তিনি বলেন, “বিগত দিনে যারা এমপি-মন্ত্রী হয়েছেন, তাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব ছিল। আমি সেই দূরত্ব ঘোচাতে চাই। জনগণের অধিকার আদায়ই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমার বিশ্বাস, ঝালকাঠি-২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে।”
নির্বাচনী প্রস্তুতির বিষয়ে তিনি জানান, খুব শিগগিরই নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে গণসংযোগ শুরু করবেন।
নাসির উদ্দিন ইমরান আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে, সেখানে ক্ষমতা মূলত ধনী ও এলিট শ্রেণির হাতে কেন্দ্রীভূত ছিল। একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে তিনি সংসদে গিয়ে জনগণের কল্যাণে রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।
ঝালকাঠি-নলছিটি এলাকার উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, শিক্ষার মানোন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ঝালকাঠি-নলছিটি সংযোগ সেতু স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দুর্নীতি রোধে জনসম্পৃক্ত টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



