পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ভার্চুয়াল মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান কবির আহমেদ, পরিচালক মো. মোতাহার হোসেন, ইঞ্জিরিয়ার এম এ তাহের, বেগম নূরজাহান আহমেদ, বেগম ফারজানা জাহান আহমেদ ও মোহাম্মদ আমির হোসেন চৌধুরী। আরো উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আবু কাওছার, মোহাম্মদ হাবিবুল বাহার, মোহাম্মদ আতিক আকবর, ময়নুল ইসলাম ও মোস্তফা জামাল হোসেন, কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বি এম ইউসুফ আলী। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোস্তফা হেলাল কবির। সভায় সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য ৩৭% ক্যাশ ডিভিডেন্ট অনুমোদন করা হয়।
শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, রাত ১২:১৯



