ন্যাশনাল ব্যাংকের “সেঞ্চুরি ডিপোজিট স্কিম” এর রিলঞ্চ আজ বুধবার ২৯ মে ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রইস উদ্দিন, শেখ আকতার উদ্দিন আহমেদ ও মো. আব্দুল মতিন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, গ্রাহকদের চাহিদার কথা বিবেচনা করে আকর্ষণীয় ইন্টারেস্ট রেটে ন্যাশনাল ব্যাংকের “সেঞ্চুরি ডিপোজিট স্কিম” প্রোডাক্টটি চালু করেছে। এই স্কিমটি সকল শ্রেণী-পেশার মানুষদের দৃষ্টি আকর্ষণ করবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, ন্যাশনাল ব্যাংকের “সেঞ্চুরি ডিপোজিট স্কিম” এর জমার সময়কাল হবে মাত্র ১০০ দিন। ৫০ হাজার বা তার বেশি পরিমাণ টাকা জমা সাপেক্ষে এই স্কিমটি গ্রহণ করা যাবে। জমার মেয়াদকাল শেষ হলে এটি অটো রিনিউ হবে। ব্যাংকের প্রচলিত ইন্টারেস্ট রেটে অ্যাকাউন্টের ব্যালেন্সের উপর লেনদেনের বিপরীতে জমাকৃত পরিমাণের উপর ৮০ ভাগ পর্যন্ত লোন সুবিধা পাওয়া যাবে।