প্রবাসী কল্যাণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (পিকেবিটিআই) কর্তৃক আয়োজিত ১৯ দিনব্যাপী ব্যাংকিং বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স গত ১৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারি পিকেবিটিআইয়ের প্রিন্সিপাল ও উপমহাব্যবস্থাপক ইস্কান্দার পারভেজের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ব্যাংক এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন এবং মহাব্যবস্থাপক মো. নূর আলম সরদার। বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিভিন্ন শাখার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।
১০০ পথশিশুকে পুনর্বাসন করবে ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’
ঢাকায় এ বছরই ১০০ পথশিশুকে পূনর্বাসন করবে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঙ্গে আছি ফাউন্ডেশন’। জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমীন চৌধুরীর সাথে তার সংসদ ভবনের অফিসে গত মঙ্গলবার এক সৌজন্য সাক্ষাৎকালে ফাউন্ডেশনের পরিচালক এই পরিকল্পনা উন্মোচন করেন।
শিশুদের পুনর্বাসনকল্পে বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক আবু জাফর শামসুদ্দিন এর পৈতৃক বাড়িতে গাজীপুরের কালীগঞ্জে পথশিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পুনর্বাসন করা হবে মর্মে ইতোমধ্যেই একটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলে জানান হয়।
এ সময় সঙ্গে আছি ফাউন্ডেশনের সভাপতি মো. জসিম উদ্দিন খান, পরিচালক কাজী আজিজুল ইসলাম, রিজভী নেওয়াজ, প্রফেসর ড. আব্দুর রাজ্জাক খান ও মো. মশিউর রহমান খান উপস্থিত ছিলেন।