অভিবাসন খাতে সাংবাদিকতায় অবদান রাখায় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলম। তিনি অনলাইন ক্যাটাগরিতে প্রথম হয়েছেন। এর আগে ২০২২ সালের ব্র্যাক মাইগ্রেশন অ্যাওয়ার্ডের এই ক্যাটাগরিতে প্রথম হিসেবে পুরস্কার পান তিনি।
রোববার (১৭ ডিসেম্বর) ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম।
জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক জাহাঙ্গীর আলমকে জাগো নিউজে প্রকাশিত ১. ‘মানবপাচার মামলা/‘প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হলেও শেষ পর্যায়ে ব্যর্থ রাষ্ট্রপক্ষ’ ২. ‘পুলিশের দুর্বল তদন্তে অব্যাহতি পাচ্ছে মানবপাচারকারীরা’ ৩. ‘নির্ধারিত সময়ে শেষ হয় না মানবপাচার মামলা’ শিরোনামের সিরিজ প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
অভিবাসন খাতে সাংবাদিকদের অবদানকে স্বীকৃতি দিতে ২০১৫ সালে দেশে প্রথমবারের মতো প্রবর্তিত হয় ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড। এ বছর অষ্টমবারের মতো এই পুরস্কার দেওয়া হলো।
সাংবাদিকদের পাওয়া প্রতিবেদনগুলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকতার শিক্ষকদের সমন্বয়ে গঠিত একটি জুরিবোর্ড মূল্যায়ন করে। গত বছরের ৯ ডিসেম্বর গণমাধ্যমে বিজ্ঞাপন এবং ব্র্যাকের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে অষ্টম ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড-এ প্রতিবেদন জমা দেওয়ার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ বছর সংবাদপত্র জাতীয় বিভাগে দৈনিক সমকালের আবু যর আনসার উদ্দিন আহমদ (রাজীব আহাম্মদ) প্রথমস্থান অধিকার করেন। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’র মো. মাসুম বিল্লাহ দ্বিতীয় এবং দৈনিক বাংলার জেসমিন আকতার তৃতীয় স্থান অধিকার করেন।
সংবাদপত্র আঞ্চলিক ক্যাটাগরিতে প্রথম হন একুশে পত্রিকার শরীফুল ইসলাম, দ্বিতীয় হন দৈনিক চট্টগ্রাম খবরের ইফতেখায়রুল ইসলাম এবং দৈনিক জৈন্তা বার্তার মোছা. শাকিলা আক্তার ববি তৃতীয় স্থান অধিকার করেন।
টেলিভিশন নিউজ বিভাগে যমুনা টেলিভিশনের সালাউদ্দিন আহমেদ (আহমেদ রেজা) প্রথম স্থান অধিকার করেন। যৌথভাবে দ্বিতীয় হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের তালাশ দল এবং এই দলের দুই অনুসন্ধানী সাংবাদিক এনামুল হক ও মো. নাজমুল সাইদ। টেলিভিশন নিউজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অধিকার করেছেন নিউজ২৪-এর মো. খন্দকার বদরুল আলম। মিডিয়া অর্গানাইজেশন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে বাংলা টিভি। রেডিও বিভাগে পুরস্কার লাভ করেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা (আইআরআইবি) ও রেডিও তেহরানের নিলয় রহমান।
অনলাইন সংবাদপত্র বিভাগে প্রথম পুরস্কারটি জিতেছেন জাগোনিউজ২৪ ডট কমের মো. জাহাঙ্গীর আলম। দ্বিতীয় হন ঢাকা পোস্টের আদনান রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ঢাকা মেইল ডটকমের মো. ইমরুল কায়েস। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট, স্বীকৃতির সনদ এবং পুরস্কারের অর্থমূল্যের চেক গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে অভিবাসন বিষয়ে জনসচেতনতা ও অভিবাসীদের অধিকার রক্ষা ও স্বীকৃতি দেওয়াসহ নানা বিষয়ে যৌথভাবে কাজ করতে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ও ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়। স্মারকে সই করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ও দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের গবেষণা ও নীতি অনুবিভাগের প্রধান যুগ্ম সচিব আয়েশা হক, প্রতিযোগিতার সম্মানিত বিচারকমণ্ডলী এবং ব্র্যাকের সহযোগী পরিচালক, মাইগ্রেশন প্রোগ্রাম ও ইয়ুথ প্ল্যাটফর্ম, শরিফুল হাসানসহ দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।