সত্যজিৎ রায় বলেছিলেন, ‘পরমান্ন যেমন মিষ্টি ছাড়া হতে পারে না, রসগোল্লা যেমন বিনা রসে তৈরি হওয়া অসম্ভব, মোল্লা নাসিরুদ্দিনের গল্পের সঙ্গে তেমনি মিশে থাকে অনিবার্য কৌতুক।’
কে এই মোল্লা নাসিরুদ্দিন? পৃথিবীব্যাপী তিনি হোজ্জা নামে জনপ্রিয়। প্রতিটি গল্পে কখনো তিনি খুব চালাক বা দার্শনিক, আবার কখনো একেবারে বোকার হদ্দ। তবে প্রতিটি গল্পেই থাকে হাসির খোরাক। গল্পগুলোর স্বাদ সাধারণ হাসির গল্পের চেয়ে আরেকটু বেশি। বেশির ভাগ সময়ই গল্পগুলো পাঠকের চিন্তাকে নাড়া দেয়।
হোজ্জার এমন ১০০টি গল্প নিয়ে ‘নাসিরুদ্দিন হোজ্জার আরও ১০০ গল্প’ সম্পাদনা করেছেন মুহাম্মদ লুৎফুল হক। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা প্রথমা। সম্প্রতি বাজারে এসেছে বইটির ষষ্ঠ মুদ্রণ। এর আগে একই প্রকাশনী থেকে আখতার হুসেনের সম্পাদনায় বের হয়েছে ‘নাসিরুদ্দিন হোজ্জার ১০০ গল্প’।
গল্পগুলোতে দেখা যায়, হোজ্জা সব সময়ই দরিদ্র ও সাধারণ মানুষের পাশে থাকেন। অত্যাচারী বাদশাহ, জমিদার, লোভী ও কৃপণ বড়লোকদের বিরুদ্ধে তিনি। গল্পের অন্যান্য চরিত্রেও আছে নানান বৈচিত্র্য। ফকির থেকে বাদশাহ, শিশু থেকে বৃদ্ধ, কৃষক, সৈনিক—সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষের উপস্থিতি গল্পগুলোকে প্রাণময় করে তুলেছে।
বইয়ের লেখক মুহাম্মদ লুত্ফুল হকের জন্ম ১৯৫৫, দিনাজপুরে। ১৯৭৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন পান। ২০০৫ সালে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসর গ্রহণ করেন। প্রকাশিত গবেষণাগ্রন্থ: ‘স্বাধীনতাযুদ্ধের বীরত্বসূচক খেতাব’, ‘বাঙালি পল্টন: ব্রিটিশ ভারতের বাঙালি রেজিমেন্ট’, ‘সৈনিক নজরুল’, ‘মোহাম্মদ আলীর বাংলাদেশ বিজয়’। সম্পাদনা: ‘রাজশাহী ১৯৭১’ (যৌথ), ‘কামালপুর ১৯৭১’, ‘দিনাজপুর ১৯৭১’, ‘মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টর এবং কে ফোর্স’, ‘বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান’।
‘নাসিরুদ্দিন হোজ্জার আরও ১০০ গল্প’ বইটির মুদ্রিত মূল্য ১৮০ টাকা। বইটি পাওয়া যাচ্ছে কারওয়ান বাজার ও শাহবাগের আজিজ সুপার মার্কেটে প্রথমার আউটলেটে। ঘরে বসে বই পেতে চাইলে অনলাইনে prothoma.com থেকে অর্ডার করতে পারেন। সরাসরি কল করতে পারেন ০১৯৮৮৩৩৭৭৩৩ নম্বরে।