প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন এফসিএমএ ২০২৪ সালের জন্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ’র (আইসিএমএবি) প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ এবং আখতারুজ্জামান এফসিএমএ ভাইস-প্রেসিডেন্ট এবং এস. এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ ও আব্দুল মতিন পাটোয়ারী এফসিএমএ যথাক্রমে ইনস্টিটিউটের সেক্রেটারি ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের (বিএইচবিএফসি) চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও কাজ করছেন।
মাহতাব উদ্দিন আহমেদ বিল্ডকন কনসালটেন্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা। তিনি রবি আজিয়াটা লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
মোঃ আখতারুজ্জামান এফসিএমএ বর্তমানে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত। ভাইস-প্রেসিডেন্ট হিসেবে তার নতুন দায়িত্বের পূর্বে তিনি আইসিএমএবি’র কোষাধ্যক্ষ ছিলেন। তিনি আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ বর্তমানে হোসাফ গ্রুপের ‘চীফ অপারেটিং অফিসার’ হিসেবে কর্মরত। তিনি আইসিএমএবি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুল মতিন পাটোয়ারী আইসিএমএবি’র একজন ফেলো কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন।