হাওলাদার বেলাল : বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া আলোচনা করা হয়।
রাজাপুরের ৫নং বড়ইয়া ইউনিয়নের মহিলা দলের আয়োজনে ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রাজাপুরের ৫নং বড়ইয়া ইউনিয়নের ডাক্তার বাড়ি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুল মালেক ডিগ্রি কলেজে’র গভর্নিং বডির সভাপতি ফারহানা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-১ আসন( রাজাপুর -কাঠালিয়া)’র ধানের শীষের প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল।
উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা,রাজাপুর উপজেলা শাখার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনা করেন পাশাপাশি ঝালকাঠি- ১আসনের ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামালের জন্য ভোট প্রার্থনা করেন বক্তারা।
বড়ইয়া ইউনিয়ন মহিলা দলের নেত্রীরা বলেন, রফিকুল ইসলাম জামালকে ধানের শীষে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলে রাজাপুর- কাঠালিয়া হবে মাদক ও সন্ত্রাস মুক্ত ও নারীর ক্ষমতায়ন বাড়বে তাই তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সবাই মিলে জামাল ভাইকে বিজয়ী করতে আমরা ঐক্যবদ্ধ।
আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।



