প্রান্তিক মানুষের ক্ষমতায়নে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে অনুষ্ঠিত হলো “মাইক্রো ক্রেডিট কনক্লেভ ২০২৫”।
আজ বুধবার (২৫ জুন) রাজধানীর দিলকুশায় বিজিসিবি ট্রেনিং সেন্টারে ব্যাংকের মাইক্রো ক্রেডিট টিমের কর্মীদের অংশগ্রহণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ। তিনি ক্ষুদ্র উদ্যোক্তা তৈরী তথা সমাজের সর্বস্তরে টেকসই অর্থনৈতিক উন্নয়নের দায়বদ্ধতা থেকে ব্যা্ংকের মাইক্রো ক্রেডিট ফাইন্যান্সে গুরুত্ব দেওয়ার কথা জানান।
সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেন। তিনি এই খাতের টেকসই উন্নয়নে মাঠ পর্যায়ের গ্রাহকদের সাথে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর পরামর্শ দেন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিটিও ড. মো. রফিকুল ইসলামসহ মাইক্রোক্রেডিট বিজনেস এর প্রধান মো. মাসুদ রানা, মাইক্রোক্রেডিট সিআরএম এর প্রধান মো. আনিসুর রহমান এবং ব্র্যান্ড ও কমিউনিকেশনস ইন-চার্জ নাজিয়া খানম কণা।



