কর্মসংস্থান ব্যাংকের ময়মনসিংহ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ অঞ্চলাধীন শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে শনিবার ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫ ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরীক্ষা মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. আমিরুল ইসলাম এবং ঋণ ও অগ্রিম বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মশিউর রহমান।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে সকলকে কঠোর পরিশ্রমের মাধ্যমে পিছিয়ে পড়া ব্যবসায়িক সূচকের ঘাটতি পুষিয়ে চলতি অর্থবছরের অবশিষ্ট সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের প্রতি আহ্বান জানান।
চলতি বছরকে টেকসই উন্নয়ন বছর হিসেবে পালন করা হচ্ছে জানিয়ে টেকসই ব্যাংকিংয়ের জন্য আধুনিক ও গ্রাহকবান্ধব কর্মসংস্থান ব্যাংক গঠনে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। একই সঙ্গে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিংয়ের বেস্ট প্র্যাকটিস ধারণ করার আহবানও জানান।
এছাড়াও প্রত্যককে প্রত্যকের জায়গা থেকে শতভাগ দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।