বগুড়ার দুপচাঁচিয়ায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবারউপশাখাটির উদ্বোধন করেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মো. সাহাবুদ্দিন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও কোম্পানি সচিব মো. হুমায়ুন কবির, এফসিএস; গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এপর্যন্ত মোট ৩১টি শাখা-উপশাখা চালু করলো বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। খুব শিগগিরই রাজধানীর মিরপুরে ব্যাংকের আরো একটি শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। এছাড়াও ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে নতুন শাখা ও উপশাখা চালু করার কার্যক্রম চলমান রয়েছে।