ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের বনানী শাখা, বাড়ি ২৫, সড়ক ১১, ব্লক এফ, বীর উত্তম খাদেমুল বাশার সড়ক, বনানীতে স্থানান্তর করেছে। অধিকতর সুবিধাজনক স্থানে স্থানান্তরিত শাখাটি বর্ধিত ব্যাংকিং সেবার পাশাপাশি গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলার লক্ষ্যে আধুনিকতায় সুসজ্জিত করা হয়েছে।
ইবিএল অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ওসমান এরশাদ ফয়েজ আজ সোমবার (১৩ জানুয়ারি) স্থানান্তরিত বনানী শাখার উদ্বোধন করেন।
এসময় ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, রিটেইল ও এসএমই ব্যাংকিং ব্যবসা প্রধান সৈয়দ জুলকার নায়েন, ব্রাঞ্চ এরিয়া হেড-ঢাকা ফারজানা আলী, ব্রাঞ্চ এরিয়া হেড-আউটস্টেশন ইশতিয়াক আহমেদ, বনানী ব্রাঞ্চ ম্যানেজার নাদিম রহমানসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
গ্রাহকদের উদ্ভাবনী ও ব্যাক্তিকেন্দ্রিক সেবা প্রদান এবং বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে নিজের স্থান সুদৃঢ় করতে ইবিএল তার প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে।