জ্যেষ্ঠ প্রতিবেদক: ছাত্র তরুণদের রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের ছত্রছায়ায় থেকে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হলে ছাত্র-তরুণদের রাজনৈতিক সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। সরকারও নানা দিক থেকে প্রশ্নবিদ্ধ হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে যুব প্রতিনিধিদের সভায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বলেন, ভেঙে দেওয়া স্থানীয় পরিষদের কাউন্সিলদেরও পুনর্বাসনের কোনো অবকাশ নেই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, কারও কোনো হঠকারিতায় ২০২৪-এর গণঅভ্যুত্থানের বিজয় নষ্ট করা যাবে না। ৭১ ও ৯০ এর বিজয় বেহাত হয়েছে। এবারের গণঅভ্যুত্থানের অর্জন কোনোভাবে বিসর্জন দেওয়া যাবে না।
আদর্শ ও রাজনীতির নানা পার্থক্য ও বৈচিত্র্যের মধ্যেই আমাদের ঐক্য ধরে রাখতে হবে উল্লেখ করে এই বাম নেতা বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবকে স্বাগত জানাই। তবে সরকারকে সংস্কার, নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণের অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময়ের জন্য অনির্বাচিত সরকার থাকা নানা দিক থেকেই ঝুঁকিপূর্ণ। সে কারণে সরকারের উচিত হবে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দেশের গণতান্ত্রিক অভিযাত্রার পদক্ষেপ নিশ্চিত করা।
বিপ্লবী যুব সংহতির নেতা জামিরুল রহমান ডালিমের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী যুব সংহতির আহ্বায়ক বাবর চৌধুরী প্রমুখ।
প্রতিনিধি সভায় জামিরুল ইসলাম ডালিমকে আহ্বায়ক ও রাশেদুল ইসলাম রাসেলকে সদস্যসচিব করে ২৫ সদস্যের বিপ্লবী যুবসংহতির ঢাকা মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।