ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) একটি উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের রূপনগরে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার উপ-শাখাটি উদ্বোধন করেন।
দেশব্যাপী জনগণের কাছে আর্থিক সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে উপ-শাখা উদ্বোধনের কর্মসূচী বাস্তবায়ন করছে ইবিএল।
উদ্বোধনী অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের আঞ্চলিক প্রধান-ঢাকা ফারজানা আলী, ব্র্যাঞ্চ ম্যানেজার-মিরপুর কে. এম. শহিদুল্লাহসহ সিনিয়র কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।