এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের বাছাইকৃত ব্যবসা সফল কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ের হল রুমে ১০ জুলাই Star of The 2nd Quarter Celebration-2024 অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে স্টার অব দ্যা সেকেন্ড কোয়ার্টার-২০২৪ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার ও নগদ অর্থ প্রদান এবং মে ও জুন মাসের ব্যবসায় সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী এসভিপি, ইভিপি ও এসইভিপি পর্যায়ে কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ উপহার প্রদান এবং সদ্য যোগদানকৃত কর্মকর্তাদের ফুলদিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোসনে আরা বেগম, এজেন্সি ডিরেক্টর (ওভারসিজ)।
স্টার অব দ্যা সেকেন্ড কোয়ার্টার-২০২৪ এ সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি) প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
১ম স্থান অর্জন করেছেন মো.কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর।
২য় মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল, ঢাকা।
৩য় মো. শাহবুদ্দিন মনির (ইভিপি), খুলনা।
১ম স্থান অর্জন করেছেন মীর হোসেন (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর, বগুড়া।
৩য় মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ
মে ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি) প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো: জসিম উদ্দিন (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
১ম স্থান অর্জন করেছেন তাসলিমা আক্তার হেপি (ইভিপি), মিরপুর, ঢাকা।
২য় মো.কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর
৩য় মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল, ঢাকা।
১ম স্থান অর্জন করেছেন মীর হোসেন (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় আনোয়ার হোসেন (এসভিপি), সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
৩য় শারমিন আক্তার (এসভিপি), মতিঝিল, ঢাকা।
জুন ক্লোজিং- ২০২৪, মাসের সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
১ম স্থান অর্জন করেছেন শরীফ মো. শহিদুল ইসলাম (এসইভিপি) প্রধান কার্যালয়, ঢাকা।
২য় এইচ. এম. মিলন রহমান (এসইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো: রোস্তম আলী (এসইভিপি), রংপুর
১ম স্থান অর্জন করেছেন মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল, ঢাকা।
২য জহিরুল ইসলাম (অলি) (ইভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
৩য় মো.কাউসার আলী (ইভিপি), সৈয়দপুর।
১ম স্থান অর্জন করেছেন মীর হোসেন (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা।
২য় মো. শাহজাহান (এসভিপি), প্রধান কার্যালয়, ঢাকা
৩য় মো. ইয়াকুব আলী (এসভিপি), দিনাজপুর