কটেজ, মাইক্রো, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (সিএমএসএমই) ক্লাস্টারগুলোর সঙ্গে সম্পৃক্ততা চিহ্নিত করা এবং শক্তিশালী করার লক্ষে একটি ক্লাস্টার ফাইন্যান্স সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের ৪৮ জন প্রতিনিধি সহ যশোর জেলার ৫০ জন উদ্যোক্তাও অংশগ্রহণ করেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের সঙ্গে যৌথ সহযোগিতায় এ উদ্যোগ গ্রহন করেছে। এমটিবি’র যশোর শাখা কৌশলগত আর্থিক সহায়তার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির প্রতি তাদের প্রতিশ্রুতির উপর জোর দিয়ে এই উদ্যোগের নেতৃত্ব দেয়।
বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের নির্বাহী পরিচালক, এস.এম. হাসান রেজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিএমএসএমই খাতের উন্নয়নে সহযোগিতামূলক প্রচেষ্টার উপর গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমটিবি’র এসএমই এন্ড এগ্রি ব্যাংকিং বিভাগের প্রধান সঞ্জীব কুমার দে।