এনআরবি ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংক লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটির (বিবি-এলটিএফএফ) অংশগ্রহণকারী হিসেবে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে। মঙ্গলবার (৯ জুলাই) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তিটি স্বাক্ষর করা হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের আর্থিক খাত সহায়তা ও কৌশলগত পরিকল্পনা বিভাগের পরিচালক লিজা ফাহমিদা এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. ওমর ফারুক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বক্ষর করেন।
রপ্তানিমুখী উৎপাদনকারী (ছোট, মাঝারি ও বড়) বেসরকারি খাতের উন্নয়নে মার্কিন ডলারে দীর্ঘমেয়াদী অর্থায়ন প্রদান করা হবে যাতে করে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়।
এ সময় কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, নির্বাহী পরিচালক দেবদুলাল রায় ও হুসনে আরা শিখা, এফএসএসএসপিডির অতিরিক্ত পরিচালক ফিরোজ মাহমুদ ইসলাম এবং এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাকির আমিন চৌধুরী উপস্থিত ছিলেন।