সবার জন্য গৃহঋণ আরও সহজতর করতে একযোগে কাজ করবে ইউনাইডেট কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি ও জেমস ডেভেলপমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (জেমস গ্রুপ)। সম্প্রতি এ বিষয়ে ব্যাংকটির করপোরেট হেড অফিসে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেমস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন, জেমস কনস্ট্রাকশন লিমিটেডের চেয়ারম্যান রেজাউল করিম ও জেমস ডেভেলপমেন্টস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কেএম আনোয়ার হাসান।
এছাড়া অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি, ইউসিবি পিএলসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেইল বিজনেস ডিভিশন মোহাম্মদ শফিকুর রহমান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ন্যাশনাল সেলস মোহাম্মদ সাজেদুল হক মৃধা।
এই চুক্তির আওতায় জেমস ডেভেলপমেন্টসের গ্রাহকদের আকর্ষণীয় হারে গৃহঋণ দিবে ইউসিবি। একইসাথে, ইউসিবি’র গৃহঋণ প্রাপ্ত গ্রাহকরা জেমস ডেভেলপমেন্টসের ফ্ল্যাট কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। জেমস ডেভেলপমেন্টসের গ্রাহকদের ঋণ আবেদনের প্রক্রিয়া ত্রিপক্ষীয় চুক্তির (টিপিএ) মাধ্যমে দ্রুততম সময়ে সম্পন্ন করবে ইউসিবি।