আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি) সদ্য সমাপ্ত ২০২৩ সালের জন্য ১৫% লভ্যাশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০% নগদ ও ৫% স্টক বোনাস রয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ৩৯৯ তম সভায় এ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১৮ আগস্ট, ২০২৪ ব্যাংকের ২৯তম বার্ষিক ভার্চুয়াল সাধারণ সভার (এজিএম) তারিখ এবং ৯ জুন, ২০২৪ রেকর্ড ডেট নির্ধারণ করা হয়।
সভায় পর্ষদের ভাইস চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া, পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম, প্রফেসর মাহবুব আহমেদ, মোঃ আব্দুল হামিদ মিঞা, আহামেদুল হক, নিয়াজ আহমেদ, মোহাম্মদ এমাদুর রহমান, লিয়াকত আলী চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, নাছির উদ্দিন, মোঃ রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মোঃ কামরুল হাসান সিদ্দিকী, কাজী ওসমান আলী, এ এ এম জাকারিয়া, এম কামাল উদ্দিন চৌধুরী, মাহবুবুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া, সভায় ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ নিজাম উদ্দিন ভূঁঞাসহ সংশ্লিষ্ট নির্বাহীগণ উপস্থিত ছিলেন।