বর্ণাঢ্য আয়োজনে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের কর্মকর্তাদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও স্টার অব দ্যা ফাস্ট কোয়াটার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আয়োজনটি ২০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁও এ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম. মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স; বিশেষ অতিথি ছিলেন এ.কে.এম. মোস্তাফিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও পরিচালক, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স; হোসনে আরা বেগম, এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) এবং মো: মিজানুর রহমান, কনসালটেন্ট।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের স্টার অব দ্যা ফাস্ট কোয়াটার সর্বোচ্চ ক্রেডিট প্রিমিয়াম বিজয়ী কর্মকর্তাদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও উপহার প্রদান এবং ওভারসিজ ব্যাবসায় সাফল্যের স্বীকৃতি স্বরূপ এজেন্সী ডিরেক্টর (ওভারসিজ) হোসনে আরা বেগমকে উপহার প্রদান করা হয়। বিজয়ী কর্মকর্তাদের নামের তালিকা:
এসইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. জসিম উদ্দিন, প্রধান কার্যালয়, ঢাকা; ২য়- এইচ. এম. মিলন রহমান, প্রধান কার্যালয়, ঢাকা;৩য়- শরীফ মো. শহিদুল ইসলাম, প্রধান কার্যালয়।
ইভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মাহমুদুল হাসান (ইভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়;২য়- মোহাম্মদ মোজাম্মেল হক (ইভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা;৩য় মো. কাউছার আলী (ইভিপি), সৈয়দপুর বিভাগীয় কার্যালয়।
এসভিপিদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মালিক মো. ফজলে কাফি (এসভিপি), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়- মীর হোসাইন (এসভিপি), মতিঝিল কর্পোরেট অফিস, ঢাকা; ৩য়- মো. রেজাউল করিম (এসভিপি), শেরপুর জোনাল অফিস, বগুড়া।
ডিজিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মো. হাদিউত জামান (ডিজিএম), জয়পুরহাট জোনাল অফিস; ২য়- মো. ইমরান হোসেন সোহেল (ডিজিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ৩য়- মো. সোহেল রানা (ডিজিএম), মইজদী জোনাল অফিস, নোয়াখালী।
বিএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন আসরাফুন নাহার লুনা (বিএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়- অমৃত চন্দ্র সূত্রধর (বিএম), কবিরহাট ব্রাঞ্চ অফিস, নোয়াখালী; ৩য়- মো. আহসান হাবীব (বিএম), পাকুন্দিয়া জোনাল অফিস, কিশোরগঞ্জ।
ইউএমদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মোছা. রহিমা খাতুন ইপু (ইউএম), ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়; ২য়-মোছা. তামান্না আক্তার (ইউএম), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ; ৩য়- মো. বাদল হাওলাদার (ইউএম), লালুপাড়া তালতলি জোনাল অফিস।
এফএদের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন মুন্নি আক্তার (এফএ), প্রধান কার্যালয়, ঢাকা; ২য়- নাসরিন আক্তার সুমি (এফএ), সিদ্ধিরগঞ্জ জোনাল অফিস, নারায়নগঞ্জ; ৩য়- মো. সেলিম (এফএ), চিটাগাং রোড জোনাল অফিস, নারায়নগঞ্জ।