নিজস্ব প্রতিবেদক: রাজধানীসহ দেশজুড়ে বইছে তীব্র তাপপ্রবাহ। বিপর্যস্ত জনজীবন। এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী তারিখ ঘোষণা না দেওয়া পর্যন্ত পাঠদান বন্ধ রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এ সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি পাঠায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তীব্র তাপদাহের কারণে পরবর্তী তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে ক্লাস বন্ধ থাকবে।
এর আগে একই দিনে শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আগামী ২৫ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও খুলবে ২৭ এপ্রিল। কারণ শুক্র-শনিবার বন্ধ থাকায় পাঁচ দিনের ছুটি সাত দিনে গিয়ে ঠেকছে।