সম্প্রতি বাংলাদেশের অন্যতম সেরা বেসরকারী বাণিজ্যিক ব্যাংক “দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি” এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস “নগদ” একটি চুক্তিপত্র স্বাক্ষর করে।
চুক্তির আওতায় বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাঠানো ওয়েজ আর্নার্স রেমিট্যান্স সহজে গ্রাহকের কাছে পৌঁছে যাবে। এ চুক্তি বাংলাদেশে ওয়েজ আর্নার্স রেমিট্যান্স এর প্রবাহ বৃদ্ধি করবে এবং বিদেশে অবস্থানরত প্রিমিয়ার ব্যাংক এর সাথে চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউস থেকে গ্রাহকদের পাঠানো রেমিট্যান্স সরাসরি সুবিধাভোগীর সংশ্লিষ্ট নগদ ওয়ালেটে জমা করবে।
প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং নগদ এর এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফুল ইসলাম ঝলক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।