সামনে মাহে রমজান। তাই পরিবারের প্রয়োজনীয় অনেক পণ্যে রমজান উপলক্ষ্যে বিশেষ ছাড় দিচ্ছে দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। স্বপ্ন কর্তৃপক্ষ জানায়, ১ থেকে ২ মার্চ বেশকিছু পণ্য খোলা বাজারের চেয়ে কম দামে স্বপ্ন- এর আউটলেটে গ্রাহকরা কিনতে পারবেন ।
নিচে বিশেষ ছাড়ের পণ্যগুলোর দাম তুলে ধরা হলো :
ছোলা (প্রতি কেজি) ৯৯ টাকা (ভ্যাট নেই), নতুন আলু (প্রতি কেজি) ২৬ টাকা (ভ্যাট নেই), গরুর মাংস (প্রতি কেজি) ৭৪০ টাকা (ভ্যাট নেই), ফার্মের ডিম (প্রতিটি) ১০ টাকা ৯৫ পয়সা (ভ্যাট নেই), ইলিশ (৪০০-৪৯৯ গ্রাম) প্রতিটি ৩৭৫ টাকা (ভ্যাট নেই) ও রুই মাছ (১ থেকে ১ দশমিক ৪৯৯ কেজি) ২৯৫ টাকা (ভ্যাট নেই)।
পুষ্টি সয়াবিন তেল (৫ লিটার) ৭৭৫ টাকা (ভ্যাট নেই), মিনিকেট প্রিমিয়াম চাল ৬৮ টাকা (ভ্যাট নেই), নাজিরশাইল প্রিমিয়াম চাল ৭৩ টাকা (ভ্যাট নেই), এসিআই অ্যারোমা/পুষ্টি চিনিগুঁড়া চাল (প্রতি কেজি) ১৫০ টাকা, ফ্রেশ লবণ (প্রতি কেজি) ৩৫ টাকা ৭০ পয়সা, ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার ১ হাজার গ্রাম ৭৪০ টাকা ২৫ পয়সা, এসিআই পিউর চিক বেসন (৫০০ গ্রাম) ১০৫ টাকা।
এ ছাড়া রুহ আফজা ৭৫০ মিলি ৫৪০.৭৫ টাকা, নিউট্রোলাইফ জুস ১ লিটার ২৪৬ টাকা ৭৫ পয়সা, ইস্পাহানি মির্জাপুর বেস্টলিফ চা ৪০০ গ্রাম ১৭৮ টাকা ৫০ পয়সা, মসুর ডাল (ছোট দানা-১ কেজি) ১২৩ টাকা (ভ্যাট নেই), এসিআই পিউর হলুদ/মরিচ পাউডার-২০০ গ্রাম ৮৪ টাকা, তীর হালিম মিক্সড-২০০ গ্রাম ৪৯ টাকা ৯৮, কোকাকোলা/স্প্রাইট ২ দশমিক ২৫ লিটার ১৪১ টাকা ৭৫ পয়সা ও সানসিল্ক শ্যাম্পু (৩৪০ +-১০ মিলি) ৩৩৬ টাকা।
এছাড়া মুড়ি, চিড়া, মসলা, বেবী ডায়পারসহ নানা পণ্যে থাকবে ছাড় । এসিআই/পুষ্টি-এর আটা ময়দার ২ কেজি প্যাকে থাকছে ১৭ টাকা ছাড়।
একটি পরিবারের ঘরের মাসের বাজারে স্বপ্ন সবগুলো প্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে। এছাড়া খোলা চাল, ডাল, চিনি, আলু, পিয়াঁজ, মাছ, মাংসে কোনো ভ্যাট নেই।