সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার এবং বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস।
নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মো. নূরুন নবী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মো. শামসুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ করে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।