নিজস্ব বার্তা পরিবেশক: দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন দিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই দিনে মোট এক হাজার ৩৩২টি আবেদন ফরম বিক্রি করেছে। এতে দলটির মোট আয় হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। প্রতিটি ফরমের দাম রাখা হচ্ছে ৫০ হাজার টাকা।
আগামীকাল বৃহস্পতিবার ফরম বিক্রির শেষ দিন। মনোনয়ন প্রত্যাশীরা আজও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গতকাল বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরম বিক্রির দ্বিতীয় দিনের তথ্য তুলে ধরেন।
বিপ্লব বড়ুয়া জানান, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ফরম বিক্রির দ্বিতীয় দিনে ৫২২ টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ থেকে মোট আয় হয়েছে ২ কোটি ৬১ লাখ টাকা।
তিনি জানান, ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
এর আগে প্রথম দিনে ৮১০ টি মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ। এ থেকে আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা।
আওয়ামী লীগ ও এর সহযোগী বিভিন্ন সংগঠনের নেতারাই ফরম কিনেছে বেশী। মনোনয়ন ফরম বিক্রিকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ছিল উৎসবমুখর।
মনোনয়নপ্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার নির্দেশনা দিয়েছিল আওয়ামী লীগ।
তবে মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের কর্মী-সমর্থক ও অনুসারীদের পদচারণে সরগরম ছিল দলের কেন্দ্রীয় কার্যালয়।
চিত্র নায়িকা অপু বিশ্বাস, সোহানা সাবা, নিপুণ আক্তার, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, অভিনেত্রী তানভীন সুইটিও ফরম কিনেছেন। ফরম নিয়ে নির্বাচিত হওয়ার বিষয়ে তারা সাবাই আশাবাদী বলেও জানিয়েছেন।
দ্বাদশ সংসদে ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে এবার ৪৮টি পাচ্ছে আওয়ামী লীগ। জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে জয় পাওয়া ২২৫ সংসদ সদস্যের (এমপি) হিসেবে ক্ষমতাসীন আওয়ামী আনুপাতিক হারে পাচ্ছে ৩৮টি সংরক্ষিত আসন। ৬২ স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে মতৈক্য হওয়ায় তাদের ভাগের ১০ আসনেও আওয়ামী লীগই প্রার্থী দেবে। ১৪ দলীয় শরিকদের জোটবদ্ধ করার এবং স্বতন্ত্রদের সমর্থনের চিঠি আওয়ামী লীগ ইতোমধ্যে নির্বাচন কমিশনে জমা দিয়েছে।
বাকি দুটি সংরক্ষিত আসন পাচ্ছে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি।
নির্বাচন কমিশন (ইসি) গতকাল দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। তফসিল অনুযায়ী, আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।
সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো নিজেদের আসন সংখ্যার আনুপাতিক হারে সংরক্ষিত আসন বরাদ্দ পায় এবং প্রতিটি আসনে একক প্রার্থী মনোনয়ন দেয়। এই কারণে, সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটগ্রহণের প্রয়োজন পড়ে না। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় পার হওয়ার পরেই দলগুলোর মনোনীত প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়। পরে ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি