হাওলাদার বেলাল, ঝালকাঠি জেলা প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজন।
আজ রোববার (৪ জানুয়ারী) বাদ আসর মোল্লারহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক সিকদার এর সঞ্চালনায় ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছালাম হাওলাদারের সভাপতিত্বে নলছিটির মোল্লার হাট ইউনিয়নের মোল্লারহাট চৌরাঙ্গীতে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
উপস্থিত ছিলেন, উপজেলা ও মোল্লারহাট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বেগম জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। আলোচনা শেষে দেশনেত্রীর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।



