নিজস্ব প্রতিবেদক: বাজেটে প্রতিক্রিয়া জানতে চাইলে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া বলেন, আমরা সব সময় বাজেটে কালো টাকা সাদা করার দাবি জানিয়ে আসছি। চলমান বৈশ্বিক সংকটের কারণে পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে গতিশীল রাখা আবশ্যক। তাই কালো টাকা সাদা করার ফলে দেশে বিনিয়োগ বাড়বে। আর এতে সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি আয় বাড়বে। তাতে সাধারণ মানুষের জীবন-জীবিকাতে কিছুটা হলে কষ্ট লাঘব হবে। তাই বাজেটে কালো টাকা সাদা করতে সুযোগ দেয়াতে সরকারকে ধন্যবাদ জানাই।
২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্থাবর সম্পত্তি যেমন- ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট ও ভূমির জন্য নির্দিষ্ট কর এবং নগদসহ অন্যান্য পরিসম্পদের ওপর ১৫ শতাংশ কর পরিশোধ করে অপ্রদর্শিত অর্থ বৈধ করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
বৃহস্পতিবার (৬ জুন) বিকালে জাতীয় সংসদে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার কথা উল্লেখ করেন তিনি।