অর্থনৈতিক বার্তা পরিবেশক: পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য নতুন প্রডাক্ট চালু করেছে জনতা ব্য্ংাক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (জেসিআইএল)। গত সোমবার ‘প্রত্যাশা’ নামে চালু হওয়া প্রডাক্টটির উদ্বোধন করেন জনতা ব্যাংকের এমডি এন্ড সিইও এবং জেসিআইএল চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার।
জনতা ব্যাংক সূত্র জানায়, এ প্রোডাক্টের মাধ্যমে জেসিআইএল নিজেই গ্রাহকের হয়ে শেয়ার কেনাবচো করবে। কোম্পানি ও বাজার বিশ্লেষণের আলোকে উপযোগী শেয়ার নির্বাচন করবে জনতা ক্যাপিটাল, যাতে বিনিয়োগে ঝুঁকি কমে আসে, বাড়ে মুনাফার সম্ভাবনা। এছাড়া এই প্রোডাক্টের আওতায় গ্রাহক শেয়ার কেনার জন্য ঋণ-সুবিধা (মার্জিন লোন) নিতে পারবেন। এই ঋণের সুদের হারও হবে তুলনামূলক নমনীয়। প্রত্যাশা মূলত একটি ব্যাংকস ডিস্ক্রিশনারি একাউন্ট (বিডিএ)। এই ধরনের একাউন্টের বিশেষত্ব হচ্ছে, এখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গ্রাহকের হয়ে শেয়ার কেনাবেচা সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে।
বিডিএ একাউন্টের ক্ষেত্রে যেহেতু প্রতিষ্ঠান গ্রাহকের হয়ে শেয়ার নির্বাচন ও কেনাবেচার সিদ্ধান্ত নেয়, তাই তাতে ঝুঁকি থাকে কম। কারণ প্রতিষ্ঠানের আছে পেশাগত দক্ষতা, নিজস্ব রিসার্চ টিম। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোতে বিডিএ প্রোডাক্ট খুবই কম। বেশিরভাগই হচ্ছে ইনভেস্টরস ডিস্ক্রিশনারি একাউন্ট (আইডিএ), যেখানে গ্রাহককে নিজের পছন্দে ও সিদ্ধান্তে শেয়ার কেনাবেচা করতে হয়। জনতা ক্যাপিটালের নতুন এ প্রোডাক্টটি মূলত ডাক্তার, প্রকৌশলী, ব্যবসায়ী, গৃহিনী, অনাবাসী বাংলাদেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং পোর্টফোলিও পরিচালনার জন্য যাদের সময় খুবই সীমিত, তাদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে।
জনতা ক্যাপিটালের জনতা প্রত্যাশা প্রোডাক্টটি অনেক নমনীয়। এর গ্রাহকরা তাদের পছন্দ অনুযায়ী শেয়ারের ক্যাটাগরি বাছাই করার সুবিধা পাবেন। যেমন কোন বিনিয়োগকারী যদি সুদ মুক্ত বা শরিয়াহসম্মত পোর্টফোলিও তৈরি করতে চান তবে তার ‘প্রত্যাশা‘ একাউন্টের হিসাবটি সেভাবেই পরিচালনা করবে জনতা ক্যাপিটাল। জনতা প্রত্যাশার আওতায় একটি বিশেষ সফটওয়্যারের মাধ্যমে একাউন্ট পরিচালনা করবে জনতা ক্যাপিটাল। এই একাউন্টের বিপরীতে একসাথে পর্যাপ্ত শেয়ার কিনে গ্রাহকদের একাউন্টে বরাদ্দ করা হবে।
এতে গ্রাহকরা কিছু বাড়তি সুবিধা পাবেন। জনতা প্রত্যাশার জন্য একাউন্ট খুলতে হলে নূন্যতম ১ লাখ টাকা বিনিয়োগ করতে হবে। আর এ অর্থ বিনিয়োগকারীরা কিস্তির মাধ্যমেও জমা করতে পারবেন। তবে নূন্যতম ১ লাখ টাকা না জমা পর্যন্ত বিনিয়োগকারীর প্রত্যাশা একাউন্টটি সক্রিয় করা হবে না। জনতা প্রত্যাশার গ্রাহকদের বিনিয়োগ ঝুঁকি কমাতে স্টপ–লস ম্যাকানিজমসহ বেশ কিছু নতুন রিস্ক ম্যানেজমেন্ট ফিচার ব্যবহার করা হবে।
বিনিয়োগকারীদের বিনিয়োগের সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলতে প্রত্যাশা ব্যাবহারকারীদের ১:০.৮ অনুপাতের মার্জিন লোন সুবিধা দিবে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। যার সুদের হার হবে মাত্র ১২ শতাংশ।