আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি’র নেই। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর যখন বর্বর ইহুদিবাদী সেনারা সাত মাস ধরে আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তখন আমেরিকা এই কথা বললো।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন, যদিও আমেরিকা তার নাগরিকদের ওপর আইসিসি’র কোনো বিচার বা এখতিয়ারকে স্বীকার করে না, তারপরেও এই সংস্থার সাথে বিশেষ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে। আমরা মনে করি, সুদান, দারফুর ও ইউক্রেনের মতো জায়গায় আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু আমি দুঃখিত, এই বিশেষ ক্ষেত্রে তাদের কোনো এখতিয়ার নেই।
সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে যে, গাজায় অপরাধের সাথে জড়িত থাকার কারণে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভির বিরুদ্ধে আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে।
ইসরাইলি গণমাধ্যম টাইমস অফ ইসরাইলও এ খবর দিয়েছে। এতে ইসরাইলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে।
এ খবর প্রকাশের পর গতকাল ইসরাইলের প্রধানমন্ত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, যদি ইসরাইলের মন্ত্রী ও সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে তা হবে ইহুদিবাদ-বিরোধী আগুনে ঘি ঢালার শামিল। পার্সটুডে