আন্তর্জাতিক ডেস্ক: শেষ পর্যন্ত কেন্দ্রে জোট সরকার গঠনে রাজি হলেও, এবার প্রেসিডেন্টের পদ চেয়েছে পিপিপি। ফলে দ্বিতীয়বারের মতো আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হতে চলেছেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রী পদে পিএমএল-এনের নেতৃত্বাধীন জোট সরকারের মনোনীত শেহবাজ শরিফকে সমর্থন দিয়েছে পিপিপি। বিনিময়ে আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট করতে রাজি পিএমএল-এন। অবশ্য পিএমএল-এন নেতা রানা সানাউল্লাহ বলেছেন, পিপিপি প্রেসিডেন্ট পদ দাবি করেনি।
যদিও এর আগে পিপিপি সভাপতি বলেছিলেন, কেন্দ্র সরকারে অংশ না নিয়েই প্রধানমন্ত্রী নির্বাচন করতে পাকিস্তান নওয়াজ-পিএমএল-এনকে সমর্থন করবে তারা। তবে পিএমএল-এন ছয় দলীয় জোট সরকার গঠনের পর, স্বভাবতই প্রশ্ন ওঠে জাতীয় পরিষদের স্পিকার, সিনেট চেয়ারম্যান ও প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। তখন পিপিপি সভাপতি বিলওয়াল ভুট্টো বলেন, পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে এমন একজন প্রেসিডেন্ট দরকার, যা তার বাবা আসিফ আলী জারদারি ছাড়া আর কেউ পারবে না।
তবে শুধু প্রেসিডেন্টের পদ নয়, বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর পদের দিকেও নজর রয়েছে পিপিপির।
পিএমএল-কিউ সভাপতি চৌধুরি সুজাত হুসেনের বাসভবনে দলীয় প্রধানদের বৈঠকে ছয়-দলীয় জোট গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার রাতেই, এক সংবাদ সম্মেলনে সরকার গঠনের জন্য ছয়-দলীয় এই জোটের ঘোষণা দেয়া হয়। এই ছয় দলে আছে-পিএমএল-এন, পিপিপি, এমকিউএমপি, পিএমএল-কিউ,আইপিপি এবং বিএপি।